জনতার আলো, স্টাফ রিপোর্টার: তিনদিনের সফরে বাংলাদেশ আসছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শরনার বার্গেনার। বৃহস্পতিবার (১২জুলাই) তিনি ঢাকা আসবেন। গত ২৬শে এপ্রিল দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন ক্রিস্টিন শরনার।
সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলবেন তিনি। এছাড়া বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।
মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত নিযুক্ত হওয়ার পরপরই তিনি রাখাইন রাজ্য পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের জন্য নির্মিত আবাসস্থলগুলো ঘুরে দেখেন। এছাড়া মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে গত ১৩ জুন বৈঠক করেন তিনি।
জনতার আলো/রবিবার, ০৮ জুলাই ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.