জনতার আলো, মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। তবে পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হতে আর মাত্র কয়েকদিন সময় লাগবে। কৃষি বিভাগের পরামর্শে যথাসময়ে কৃষকরা ভালো পরিচর্যা করায় এবছর ধানের ভালো ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি দেখা দিয়েছে।
উপজেলার ৯টি ইউনিয়নে দিগন্ত জুড়ে পাকা ধানের সোনালি রঙের সমারোহ দেখা দিয়েছে। চলতি মৌসুমে ইরি-বোরো ধানের ভালো ফলনের বুকভরা আশা করছেন কৃষকরা।
নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে ৯টি ইউনিয়নে ১৮ হাজার ৫শ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি অফিসের পরামর্শে সঠিক সময়ে চারা লাগানো, নিবিড় পরিচর্যা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথাসময়ে সেচ দেওয়া, সার সংকট না থাকায় উপজেলার কৃষকরা ব্রি-২৮, ব্রি- ২৯ মিনিকেট জাতের ধান চাষ করেছেন।
নতুন ধান কাটার শুরুতেই বিঘাপ্রতি ২০-২২ মণ হারে ধান উৎপাদন হচ্ছে। এছাড়া উপজেলার আশুড়ার বিলে নিম্না ল হওয়ায় উর্বরা পলিমাটির জমিতে ইরি-বোরো ধান ব্যাপক আকারে চাষ করা হয়েছে।
উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মো. আব্দুল খলিল জানান, আমি এ বছর ৬ বিঘা জমিতে বারো লাগিয়েছি। কৃষি বিভাগের পরামর্শে যথাসময়ে ভালো পরিচর্যা করায় আমার জমিতে ধান ভালো হয়েছে।
ইতোমধ্যেই ধানকাটা শুরু করেছি, ফলনও ভালোই হচ্ছে। কৃষক মো. বেলাল হোসেন জনতার আলোর প্রতিনিধিকে জানান, আমিও ২ বিঘা জমিতে ধান লাগিয়েছি। ধানকাটা শুরু করেছি, ফলনও ভালোই হয়েছে।
উপজেলার নবাবগঞ্জের দাউদপুর হাটের ধান ব্যবসায়ী মোঃ রাজু মিয়া,মোঃ আজাহার আলী এবং মোঃ লিটন মিয়া. জানান, গত হাটে তেমন ধান আমদানি শুরু হয়নি। তবে টুকটাক বেচা-কেনা হয়েছে, ব্রি-২৮,মিনিকেট জাতের ধান প্রতিমণ কাঁচ ধান ৭৫০-৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আশা করছি দু-চারদিনের মধ্যে পুরোদমে ধান আমদানি শুরু হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান, বোরো ধান লাগানোর শুরু থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলায় ধানকাটা-মাড়াই শুরু হয়েছে ও ধানের ভালো ফলন হওয়ায় লক্ষ মাত্রা অতিক্রম করবে বলে আমরা আশা করছি।
জনতার আলো/শনিবার, ২৮ এপ্রিল ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.