জনতার আলো, এম এ সাজেদুল ইসলাম (সাগর), জেলা ব্যুরো চীফ, দিনাজপুর: টানা চার দিন ধরে ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভারী বর্ষণে দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার ১০টি জিগজাগ ইটভাটার মালিকদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। টানা বৃষ্টির কারণে কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। কাঁচা ইট কাটতে পারছে না শ্রমিকরা। হাজার হাজার শ্রমিকদের বসে বসে খাওয়াচ্ছে ইটভাটা মালিকরা।
গত শুক্রবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। শনিবার দিনগত রাত থেকে তা রুপ নেয় ভারি বর্ষণে। রোববার রাতের বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। সাথে দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টি। কাঁচা ইট পলিথিন দিয়ে ঘুরে রাখা হলেও শনিবার রাতের দমকা হাওয়ার সাথে ঝড় বৃষ্টিতে পলিথিনগুলি নষ্ট করে দিয়েছে। ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি ইটভাটা পানির নিচে তলিয়ে গেছে। মাত্র কয়েকদিন আগে ইটভাটার মওসুম শুরু হয়েছে। কার্তিক মাসের প্রথম থেকে ইটভাটার কাজ শুরু হয়। কাঁচা ইটকাটার স্থান শুকিয়ে পঠ তৈরি করে স্থান প্রস্তুত করে সব ইটভাটায় পুরোদমে ইটকাটা শুরু করে দিয়েছে। বেশ কয়েকটি ইটভাটায় আগুনও জ্বালিয়ে দিয়েছে।আগুন দিয়েও ইটভাটার মালিকরা পড়েছে বেকায়দায়।
গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তারা চেম্বার দিতে পারছে না। রেজার লোকজন পঠ থেকে কাচা ইট এনে সাজাই দিতে না পারার কারণে আগুন বন্ধ হওয়ার উপক্রম। প্রতিটি ইট ভাটায় প্রায় দেড়শত শ্রমিক কাজ করছে। শ্রমিকদের কাজ না থাকায় মালিকরা পড়েছে মোটা অঙ্কের লোকশানে। কাজ ছাড়াই তাদেরকে দিতে হচ্ছে সাপ্তাহিক খোরাকী।গতকাল সোমবার বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে উপজেলার বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ইটভাটা ঘুরে দেখা যায়, ইট তৈরির মওসুমের শুরুতেই বৈরি আবহাওয়ার কারণে মালিক ও শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। বেশ কিছু মেইল শ্রমিকরা বৃষ্টির কারণে কাজ করতে না পারায় বাড়িতে চলে গেছে। বৃষ্টির কারণে আগুন মেস্ত্রীরা টাইম মারতে পারছে না। অনেক ইঠভাটায় চেম্বার ভেঙ্গে যাওয়ার কারণে আগুন নিয়ে সামনে যেতে না পারায় আগুন বন্ধ হওয়ার পথে।
এআর এম ইটভাটা মালিক মোঃ আনোয়ার হোসেন, এম বি ভাটা মালিক মোহাম্মদ আলী , বিনোদ নগর ইটভাটা মালিক আজিজুল হক , হরিপুরের নুর আলম , তারা জানান অসময়ের বৃষ্টিতে কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ রহিম বাদশা জানান ইটভাটার শুরুতেই দুর্যোগের কারণে ১০টি জিগজাগ ভাটায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জনতার আলো/শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.