জনতার আলো, এম এ সাজেদুল ইসলাম সাগর, জেলা ব্যুরো চীফ, দিনাজপুর: দিনাজপুর ৬ নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় নৌকার পক্ষে গত রবিবার সকালে দিনাজপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী নবাবগঞ্জ উপজেলা আওয়ামী‘লীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমানের নেতৃত্বে এলাকার তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের নেতাকর্মী ও সমর্থকগণ মোটরসাইকেল নিয়ে স্বতস্ফুর্ত ভাবে শো-ডাউনে অংশগ্রহণ করেন। বিশাল এই শো-ডাউনে এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেল শোভাযাত্রাতে নৌকা প্রতীকের শ্লোগানে মুখরিত করে তোলে রাজপথ। শো-ডাউনটি নবাবগঞ্জ উপজেলার দাউদপুর হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে শো-ডাউনটি নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও মোড়ে অবস্থান নেয়। এ সময় আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধারাবাহিক ভাবে জনগণের জীবনমান উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু ও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন করেছেন।
এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার আহবান জানান।
জনতার আলো/রবিবার, ০৪ নভেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.