জনতার আলো, খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মথরাপুর পিপলস কলেজের সামনে থেকে গত শনিবার রাত্রি দশটার দিকে শামীম (২০) নামের একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বলে পুলিশ জানাগেছে।
এস,আই শোহেল রানা-র নেতৃত্বে শনিবার রাত্রি দশটার দিকে মথরাপুর পিপলস কলেজের সামনে থেকে একজন শামীম নামের মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়, চেকপোস্ট চলাকালীন সময়। শামীম এর কাছে থাকা একটি ৭.৬৫ বিদেশী পিস্তুল ও তিন রাউন্ড গুলি তার কোমরে পাওয়া যায়।
পুলিশ জানায় শামীম দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের খালেক মন্ডলের ছেলে সে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত।
এ ব্যাপারে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ দারা খাঁন পিপিএম জানান গত শনিবার রাত্রি দশটার দিকে মথুরাপুর পিপলস কলেজের সামনে চেক পোস্ট করার সময় শামীম নামে একজন কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। দৌলতপুর থানায় তার নামে একটি মাদক ও অস্ত্র মামলা করা হয়। যার মামলা নং ৭৩ তারিখ ২৯ মে ২০১৮।
জনতার আলো/সোমবার, ০১ অক্টোবর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.