জনতার আলো, খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা ইদ্রিস আলি বিশ্বাস ইসলামিয়া কওমই মাদ্রাসার বিরুদ্ধে “মৌলবাদ জামাত শিবির তৈরীর কারখানা“ আখ্যায়িত করে কুষ্টিয়াতে মানব বন্ধন ও ব্যানার সহ “৭১! দালাল জামাত শিবির এই দেশে রাজাকারী করছে তাই! তাদের কে বলছি বাংলাদেশ ছেরে পাকিস্তানে চলে জা জদি বাচতে চাষ-পালানোর সময় পাবিনা বলে দিলাম।
ট্যাটাস দিয়ে “মিলন খাঁন” নামের ফেস বুক আইডি থেকে অপপ্রচার ছড়ালে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। এর প্রতিবাদে ১৯ জানুয়ারী শনিবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও আল্লার দর্গা বাজারের সকল পেশার মানুষ এক হয়ে উক্ত ঘটনার প্রতিবাদ হিসেবে আল্লারদর্গা বাজারে শান্তি পূর্ণ মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
জানাগেছে গত ১০,১১ ও ১২ জানুয়ারী আল্লারদর্গা হাইস্কুল মাঠে তফসিরুল কোরআন অনুষ্ঠিত হয়। পরে ১৩ জানুয়ারী “বরেণ্য আউলিয়া বাবা কণ্যানপুরী”র অনুসারীরা আল্লার দর্গায় তাদের ২৯ জানুয়ারীর মহাফিলের জন্য একটি গেট করার চেষ্টা করে, এই গেট করতে মাদ্রাসা সহ এলাকার লোকজন বাঁধা দেয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে গেট করা বন্ধ করে দেয়।
এ ঘটনার পেক্ষিতে বাবা কল্যানপুরী’র লোকজন কুষ্টিয়াতে মাদ্রাসার বিরুদ্ধে নানা প্রকার অপবাদ ছড়িয়ে মানব বন্ধন ও ফেসবুকে টেটাস দিলে, স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে, প্রায় ৫ হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানব বন্ধনে অংশ গ্রহণ করে।
এ ব্যাপারে দৌলতপুর থানায় বাজার কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান লস্কর একটি জিডি করেছে। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাহতামিম মৌলানা সামসুল হক, হাবিবুর রহমান লস্কর সহ এলাকার সূধী মন্ডলী।
জনতার আলো/শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.