buy Lyrica online cheap contra Whangarei জনতার আলো, খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কোভিট-১৯ করোনা ভাইরাসের আনুষ্ঠানিক ভাবে টিকা প্রদানের উদ্বোধন করা হয়েছে।
Oullins ৭ ফেব্র“য়ারী রোববার বেলা ১১টায় দেশ ব্যাপী এ টিকা প্রদানের অংশ হিসেবে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান কার্য ক্রমের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহম্মেদ মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিন, ডাঃ আবু সাঈদ, আওয়ামীলীগ নেতা টিপু নেওয়াজ, মোঃ তৌহিদুল ইসলাম সরদার, অধ্যক্ষ সাদেকুজ্জামান খান সুমন। টি.এইচ.এ.ডাঃ তৌহিদুল হাসান তুহিন ও ডাঃ আবু সাঈদ নিজেরা এ টিকা তাদের শরীরে প্রথমে প্রয়োগ করেছেন।
স্থানীয় জনগনের মধ্যে টিকা প্রদানের ভীতি কমানোর লক্ষে টিকা গ্রহণ করেন উক্ত ডাক্তার দ্বয়, উল্লেখ্য দৌলতপুরে প্রথম দিনে টিকা নেওয়ার লক্ষে ৩ শতাধিত ব্যক্তি রেজিষ্ট্রেশন করেছেন বলেজানা গেছে। ডাঃ তৌহিদুল হাসান তুহিন জানান সরকারী যে টিকা আমাদের প্রদান করা হয়েছে তা ৭ হাজার ব্যক্তিকে প্রদান করা যাবে প্রথম ধাপে।
buy Lyrica online cheap contra জনতার আলো/ সোমবার, ০৮ জানুয়ারি ২০২১/শোভন
Your email address will not be published. Required fields are marked *