জনতার আলো, খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. আ. ক. ম সরওয়ার জাহান বাদশা’র নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
২৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে দৌলতপুর উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এ্যাড. আ. ক. ম সরওয়ার জাহান বাদশা, দৌলতপুর উপজেলা চত্বর প্রাঙ্গণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. আ. ক. ম সরওয়ার জাহান বাদশা নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া শুরু হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ করেছেন।
ইতিমধ্যে এ্যাডঃ আ. ক. ম সরওয়ার জাহান বাদশা দলীয় মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এ্যাডঃ আ. ক. ম সরওয়ার জাহান বাদশা জানান, জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যয়ন করেছেন। ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এই নেতা জানান, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুরের সর্ব শ্রেণীর পেশার মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পূনরায় দেশ পরিচালনার দায়িত্ব দেবেন।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে সকলের দোয়া কামনা করেন। মনোনয়ন এর বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার কৃত্বিসন্তান আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান বলেন, এই নির্বাচন বর্তমান আওয়ামীলীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন।
জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোটে নির্বাচিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকেই জয়যুক্ত করতে হবে। অনেকেই মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী তথা শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
এদিকে এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অংগসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ উচ্ছাসে মেতে উঠে। মনোনয়ন পাওয়ার পরপরই এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশা’র নিজ গ্রাম ফিলিপনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে বাদশা সমর্থক ও এলাকাবাসী।
কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় দৌলতপুর আওয়ামীলীগ, যুবলীগসহ আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
একই সাথে এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশাকে অভিনন্দন জানিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
জনতার আলো/মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.