জনতার আলো, দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে আদাবাড়ীয়া ও বোয়ালীয়া ইউনিয়নে শত শত একর জমিতে টমেটোর আবাদ হয়েছে। এখানে সবজি আবাদের উপযোগী আবহাওয়া হওয়াতে শীতকালিন টমেটোর ফলন অনেক বেশী।
তাই প্রায় কৃষক অতি লাভের জন্য একে বারে অপরিপক্ব টমেটো তুলে তা মাটিয়ে বিছিয়ে দিয়ে, ইডেন ও গাডেন নামক বিষাক্ত ক্যামিক্যাল স্প্রে ম্যাশিন দিয়ে স্প্রে করছে, উপজেলা কৃষি অফিস ও সংশ্লীষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় বন্ধ হচ্ছে না ক্যামিক্যাল স্প্রে। ক্যামিক্যাল স্প্রে করার ফলে টমেটো লাল রং ধারন করছে।
লাল রং ধারন করার পরে টমেটো গুলো বিক্রয়ের জন্য ঢাকার উদ্দেশ্যে পাঠাচ্ছে স্থানীয় কৃষকরা। এ বিষয়ে সরেজমিন দেখলে দেখা যায় ক্যামিক্যাল স্প্রের সরাসরি দৃশ্য, কৃষকরা নিজে স্বীকার করেন তারা বিভিন্ন প্রকার ক্যামিক্যাল দিয়ে পাকাচ্ছে টমেটো ।
এ বিষয়ে কৃষকদের প্রশ্ন করা হলে তার কোন উত্তর দিতে পারেনি, তাদের কে এই ক্যামিক্যাল যুক্ত টমেটো খেতে বললে তার কোন ক্রমে খেতে চাইনি এবং কৃষকরা জানান তাদের কাছে এ বিষয়ে কোন কৃষি কর্মকর্তা কর্মচারী আসে নাই । বাজার পরিদর্শন করে দেখা যায় কাচাঁ ।
জনতার আলো/বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.