জনতার আলো, খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে আগামী ২০ অক্টোবর শনিবার পাইলট হাই স্কুল মাঠে মুক্তিযোদ্ধা সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রস্তুতি সভা সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরীর বাস ভবন চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজগর আলি বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংগঠক বীর মুক্তিযোদ্ধা মানিক ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জানমহম্মদ,চাঁদ আলি, আমিরুল ইসলাম, আব্দুল গনি, ইকবাল হোসেন, আব্দুল মালেক, পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ লালু,হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান সেলিম চৌধূরী, জেলা পরিষদের সদস্য কাজী আব্দুল্লাহ হেল বাঁকী, প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম হালসানা,এমপি পুত্র এমরান হোসেন কলিংস, রেফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামিরুল ইসলাম বাবু প্রমূখ। জননেত্রী শেখহাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে এই প্রত্যয় নিয়ে এখন থেকে মাঠে কাজ করতে হবে ও আগামী শনিবার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সম্মেলন সার্থক করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
জনতার আলো/বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.