দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা শিল্প নগরী আল্লারদর্গায় নাসির উদ্দীন বিশ্বাস বে-সরকারী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
৫ অক্টোবর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপ্রতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নাসির উদ্দীন আহাম্মদ ও আলহাজ্ব গোলাম মোস্তাকিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন বিশ্বাস ইন্ডাঃলিঃ এর ম্যানেজার হাবিবুর রহমান, নাসির টোব্যাকো ইন্ডাঃলিঃ এর ম্যানেজার মোঃ জয়েন উদ্দীন, আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক এস.এম হাসান, আক্কাস আলি, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সূধি মন্ডলীসহ এলাকার নানা পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তবে শিল্পপতি নাসির উদ্দীন বিশ্বাস জানান এখানে ৬ তলা বিশিষ্ট ৬ টি বিল্ডিং স্থাপন করা হবে এবং আগামী ৩ বছরের মধ্যে কাজ শেষ করা হবে। তবে প্রথম বছর থেকেই কম্পপিউটর সহ প্রথম ৭টি বিষয়ে ভর্তি ও কার্যক্রম চালু করা হবে, উদ্দেশ্য এলাকার জনগণকে জনশক্তিতে পরিণত করা। বক্তব্য শেষে সুষ্ঠ ভাবে কাজ সম্পন্ন করার জন্য মহান আল্লার দরবারে দোয়া প্রর্থনা করা হয়। অনুষ্ঠানটি স ালন করেন নাসির উদ্দীন বিশ্বাস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেচুর রহমান।
শিল্পপতি নাসির উদ্দীন বিশ্বাস শিল্প কারখানার পাশাপাশি এলাকার মানুষের শিক্ষার কল্যাণে বড় গাংদিয়ায় “নাসির উদ্দীন বিশ্বাস ডিগ্রী কলেজ”, আল্লারদর্গায় “নাসির উদ্দীন বিশ্বাস বালিকা স্কুল এন্ড কলেজ”, “রহিমা বেগম একাডেমী”, এলাকার ১৩ ইউনিয়নে ১৪ টি “নাসির উদ্দীন বিশ্বাস প্রাথমিক বিদ্যালয়”, প্রতি বছর মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও উচ্চ শিক্ষার জন্য আর্থিক সাহায্য এবং চিকিৎসার জন্য “আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল”, প্রতি বছরে ২ বার “বিনা খরচে লেন্স সংযোজন সহ চক্ষু চিকিৎসা শিবির” গরীব ও অসচ্ছল দূরারোগ্য রোগীদের দেশের বাইরে চিকিৎসা সেবা সহ নানা জনহিতকর কাজে আত্ব নিয়োগ করেছেন।
জনতার আলো/শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.