জনতার আলো, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প নগরী আল্লারদর্গা বাজারে এক রাতে ৪ দোকানের সার্টার দরজার তালা দেওয়া রিং ভেঙ্গে চুরির ২ সপ্তাহ যেতে না যেতে আবার হল বাজারে মহাসিনের মুদিও দোকানে চুরি হওয়ায় বাজার কমিটির পদত্যাগ দাবী করেছে ব্যবসায়ীরা। ৩১ আগষ্ট শুক্রবার বিকেলে মহাসিন তার দোকান খুলে দেখে দোকান ঘরের টিন কেঁটে নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মাল চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের যে কোন সময় চুরি সংঘাটত হয়েছে।
গত ১৬ আগষ্ট বৃহস্পতিবার দিনগত রাতে খন্দকার আবুল কালাম আজাদের ছেলে রকি খন্দকারের হার্ডওয়ারী দোকান, মরহুম শান্তি মন্ডলের ছেলে ফটো সাংবাদিক যোহন মন্ডল স্বপনের জন কণিকা ষ্টুডিও, মরহুম বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হকের ছেলে এমরান হোসেন ডাবলু’র শাপলা ষ্টুডিও এবং আহাদ আলি মালিথার ছেলে মিলনের মটর গ্যারেজে দূর্ধর্ষ্য চুরি হয়েছে।
কম্পিউটর, ক্যামেরা, আইপিএস, নগদ টাকা সহ তাদের জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন সবই চুরি হয়ে গেছে, যার ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। বাজারের কমিটির সহযোগিতায় এ সব চুরি সংঘটিত হয়েছে বলে এলাকার ব্যবসায়ীদের ধারণা।
বাজারে পাহারা জোরদারের জন্য মাসিক চাঁদা ৩ গুন বৃদ্ধি করলেও কোন ফল হয়নি, বাজার কমিটির বিভিন্ন ক্রুটি তুলে ধরে ব্যবসায়ীরা, কমিটির লোকজন চুরির সাথে জড়িত কারন গত কয়েক দিন আগে গো-হাট বাজার কাদিয়ানের দোকানে একটি চুরি হয় এবং শিপন মালিথা নামে চোরকে হাতে নাতে ধরে পাহারা রত নাইটগাড। পরে চোর বড় বংশের ছেলে বলে বিচার না করে তড়িঘড়ি করে পুলিশের কাছে সৌপাদ্দ করে ধামা চাঁপা দেয়, বিষয়টি ব্যবসায়ীদের ভাবিয়ে তুলেছে। আবার বাজার কমিটি কর্র্তক গত ১৬ তারিখের চুরির ক্ষতি পূরণ দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তাদের ক্ষতি পূরণ দেওয়া হয়নি, বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা কার হচ্ছে বলে ব্যবসায়ীরা জানায়। এ জন্য এ কমিটির পদত্যাগ নির্বাচিত কমিটি দাবী করেছে ব্যবসায়ীরা।
জনতার আলো/শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.