জনতার আলো, খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন অপেক্ষায় আইন শৃংখলা বাহিনী সহ সকল ভোটাররা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা আজ শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে। এখন ভোটের অপেক্ষা।
মাঝখানে আর মাত্র ১দিন পর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ৩০০ সংসদীয় আসনে সুষ্ঠভাবে ভোট গ্রহনের জন্য সার্বিক নিরাপত্তা ছক তৈরী করেছে নির্বাচন কমিশন(ইসি)।
প্রতীক বরাদ্দের পর পরই সারা দেশে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয়েছিল প্রচার প্রচারণা। সেই উৎসবের সমাপ্তি ঘটেছে শুক্রবার সকাল ৮টায়।
এখন শুধু শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণের অপেক্ষায় আছেন নির্বাচন কমিশন,ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
ভোটাররাও অপেক্ষায় আছেন শান্তিপুর্ণ পরিবেশে তার ভোটটি সঠিক ভাবে দেয়ার জন্য, তাদের আশা আমার ভোট, আমার পছন্দের প্রার্থীকে যেন দিয়ে আমার অধিকার প্রয়োগ করতে পারি।
নির্বাচন কামশনও তার সব প্রস্তুতি শেষ করেছে দেশের প্রায় সব নির্বাচণী এলাকায় পৌঁছে গেছে ব্যালট পেপার।
তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আইন শৃংখলার কাজে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্তুত করণের লক্ষ্যে শুক্রবার সকাল থেকে প্রায় ১হাজার পাঁচ শত আনসার , ভিডিপি সদস্যদের উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয় থেকে পোশাক বিতরণ করা হয় ।
এতে প্রতি সদস্যকে ১টি করে শার্ট, প্যান্ট, ক্যাপ বেল্ট, ছড়ি, ও ১ সেট জুতা এবং মহিলা সদস্যদের ১ টি শাড়ি, ১ সেট জুতা প্রদান করা হয়।
জনতার আলো/শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.