জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউপির ভাতকুন্ডু গ্রামে পত্তনকৃত দিঘল পকুরপাড়ে ভূমিহীনরা রাতারাতি বাড়িঘর করায় পত্তনকৃত দিঘল পুকুরপাড়ের মালিক রফিকুল ইসলাম মন্ডলের ভাতিজা কামাল হোসেন আজ সোমবার সকাল ৭ টার সময় সংঙ্গবদ্ধ হয়ে ভূমিহীনদের বাড়িঘর উচ্ছেদ করতে গিয়ে উভয়পক্ষের সংঘর্ষে ১১ জন আহত ও ১ জন নিহত হয়।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতরা হলেন রিয়াজ উদ্দিন, সামসুল ইসলাম, আনোয়ারা বেওয়া, শাহিন আক্তার, রায়হান আলী, মোজাফ্ফর হোসেন, ইরা বেগম, রাকিবুল ইসলাম, রানা ও কামাল হোসেন। এদের মধ্যে রিয়াজ উদ্দিন, সামসুল ইসলাম, রফিকুল ইসলাম, রায়হান আলী ও কামাল হোসেন এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেন আজ দুপুরে মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী আবেদ আলী জানান, সকালে রফিকুল ইসলাম মন্ডলের ভাড়াটিয়া ৭০ থেকে ১০০ জন লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঙ্গবদ্ধ হয়ে আসে ভূমিহীনদের বাড়ি উচ্ছেদ করতে।
নিহতের চাচা আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন থেকে রফিকুল ইসলাম ভাতকুন্ডু মৌজায় সরকারি খাস সম্পত্তি পত্তন নিয়ে আম বাগান চাষাবাদ করে আসছিলেন ইতিঃমধ্যে এলাকার কিছু ভূমিদুস্যদের ইন্ধনে পুকুরপাড়ে ভূমিহীনেরা টিনের বেড়া দিয়ে জবর দখল করতে বাড়ি নির্মাণ করে।
এব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
জনতার আলো/সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.