জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : অবিশ্বাস্য হলেও সত্য যে,১টি খেজুর গাছের ৬ মাথা। অবাক হওয়ার কিছু নেই, বাস্তবেই তাই! সবকিছুই অাল্লাহর মহিমা।
বাংলাদেশে বেশ পরিচিত একটি গাছ হলো খেজুর গাছ। সাধারণত খেজুর গাছর মাথা একটাই থাকে। কিন্তু নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বাখেরাবাদ দক্ষিণপারায় মৃত সিপাহি মন্ডলের ছেলে মফেজ উদ্দিন মন্ডলের বাড়িতে দরজার সামনে রাস্তা সংলগ্ন দেখা স্থানে গেছে এ ব্যাতিক্রমী খেজুর গাছ।
বর্তমানে গাছটির রয়েছে ৬টি মাথা । তার প্রত্যেকটি মাথায় আবার আলাদা পাতা গজিয়েছে। বিষয়টি নজরে আশার পর গাছটি দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা ।
বাখেরাবাদ গ্রামের মফেজের ছেলে মামুন জানায়, এই খেজুর গাছটির বয়স প্রায় ২০-২৫ বছর। বেশ কয়েক বছর ধরে গাছটি থেকে রস সংগ্রহ করা হয়। এরপর দীর্ঘ কয়েক বছর বিরতি ছিল। হঠাৎ লক্ষ্য করা যায় গাছটির মাথায় ঝোপজঙ্গলে ভরে গেছে। এরপর গাছটি পরিষ্কার করে দেখা যায় খেজুর গাছের মাথায় আলাদা আলাদা ৬টি মাথা। দেখতেও খুব সুন্দর লাগে। পূর্বে গাছটির ১টি মাথা ছিলো। কিন্তু বর্তমানে গাছটির ৬টি মাথা।
তিনি বলেন, বিষয়টি জানার পর স্থানীয় অনেক মানুষ সেটি দেখতে আসেন। বৃন্দারামপুর গ্রাম থেকে মৃত হারুন অর রশিদের ছেলে অালমামুন জানায় এটা অামার খালার বাড়ি। কিন্তু ইতিপূর্বে ৬ মাথার এই গাছটি কখনোই অামার চোখে পড়েনি। অার অামি সেভাবে দেখিও নাই। তবে অাজ দেখে অাশ্চর্য্য হলাম।
অনেকের ধারনা, এটি একটি বংশগত জেনিটিক সমস্যা। হরমোনজনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে।
জনতার আলো/সোমবার, ০১ অক্টোবর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.