জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : নওগাঁর মান্দায় দ্বীপক কুমার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের জলছত্র মোড়ের পশ্চিম পার্শ্ব থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দ্বীপক কুমার বলিহার ইউনিয়নের ফারাদপুর গ্রামের কামিনী মন্ডলের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দ্বীপক কুমার পেশায় একজন শ্রমিক ছিলেন। দিন মুজুরি কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। আজ থেকে ৯ বছর পূর্বে বর্দ্দপুর গ্রামের গৌড় চন্দ্রের স্বামী পরিত্যাক্তা মেয়েকে বিয়ে করেন। সে সময় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার শশুড় বাড়ির সামনে একটি টিনের বেড়ার বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। সাংসারিক অভাব- অনটনের জন্য তিনি একসময় ঋণগ্রস্থ হয়ে পড়েন। এরই এক পর্যায়ে তিনি তার স্ত্রীর আগের স্বামীর দিকের একটি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য গত ৬ মাস পূর্বে রনজিৎ নামে এক প্রতিবেশী জ্যাঠাশশুড়ের কাছ থেকে ৫ হাজার টাকা গ্রহণ করেন। ওই ৫ হাজার টাকার মধ্যে গত দূর্গাপূঁজার পরে ৩ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু অবশিষ্ট ২ হাজার টাকা দিতে দেরি হওয়ায় জ্যাঠাশশুড় তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এছাড়াও বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন অযুহাতে ঋণ গ্রহনের পর সেগুলো পরিশোধ করতে না পেরে গতকাল শনিবার রাত ১২ টার দিকে জলছত্র মোড় থেকে গ্যাসবড়ি খেয়ে বাড়িতে এসে ছটফট করতে থাকেন। এরপর তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পেরে তাকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়া হয়। এরপর তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ভোর ৬ টার দিকে তার অবস্থা বেগতিক হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতাল থেকে তার শশুড় বাড়ি জলছত্র মোড়ে নিয়ে আসার সময় বাবলাতলি মোড়ে এসে তার মৃত্যু হয়।
এবিষয়ে রনজিৎ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাস্তি জামাই দ্বীপক অনেক আগে থেকেই অভাব গ্রস্থ ছিলো। আর সেকারণে তার একটি মেয়েকে গত ৬ মাস পূর্বে তার কাছ থেকে ৫ হাজার টাকা গ্রহণ করেন। ওই ৫ হাজার টাকার মধ্যে গত দূর্গাপূঁজার পরে ৩ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু অবশিষ্ট ২ হাজার টাকার জন্য একাধিকবার বলার পরেও অভাবের কারনে সেটি দিতে পারছিলো না সে। তার দাবি যে, তিনি তাকে তার পাওনা টাকার জন্য কোন রকম হুমকি প্রদান করেন নি। তবে কি কারণে সে গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে সে বিয়ষটি তার বোধগম্য নয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
জনতার আলো/রোববার, ১৯ নভেম্বর ২০২৩/শাহানা
আপনার মতামত লিখুন :