জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : নওগাঁর মান্দায় একটি বে-সরকারী ক্লিনিকে জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তানের জন্মের পর উৎসুক জনতার ভীড়! জোড়া লাগানো দুটি সন্তানের জন্মের পর জনমনে কৌতুহলের যেনো শেষ নেই।
মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে (জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তানকে) এক নজর দেখার জন্য ঐ ক্লিনিকে ভীড় জমান জনসাধারন।
জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তানের জন্ম দেয়ার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টারদিকে জেলার মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিকে। বর্তমানে প্রসূতি মা ও জোড়া লাগানো জমজ দুটি কন্যা শিশু সুস্থ্য আছেন বলে জানাগেছে।
প্রসূতি গৃহবধূ মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককামদেব গ্রামের দরিদ্র ভ্যান চালক সবুজ সরদার ওরফে টুকুর স্ত্রী। জানাগেছে, প্রসূতি ফরিদা পারভীন (২৬) এর বৃহস্পতিবার ভোর সারে ৩ টারদিকে পেটে ব্যাথা উঠে এসময় পরিবারের লোকজন প্রসূতি ফরিদা পারভীনকে প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিকে নিয়ে ভর্তি করান। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৯ টারদিকে ডাঃ আব্দুস সোবহান ঐ ক্লিনিকে গিয়ে প্রসূতি ফরিদা পারভিনকে সিজারিয়ানেশনের মাধ্যমে প্রসূতির গর্ভ থেকে জোড়া লাগানো জমজ দুটি কন্যা সন্তানের জন্ম গ্রহন করান।
উল্লেখ্য, জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তান এর ভ্যান চালক পিতা সবুজ সরদার ওরফে টুকু ও মাতা ফরিদা পারভিন দরিদ্র হওয়ায় জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তান ও তাদের মা ফরিদা পারভিন এর উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধান মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন স্থানীয় স্বজনরা।
জনতার আলো/বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.