buy gabapentin otc Yerköy Barranca জনতার আলো, নাদিম আহমেদ অনিক, নওগাঁ প্রতিনিধি: কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা গ্রহণের দাবিসহ ১০ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সমাবেশ করছে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ০৬ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ নার্সিং ইনস্টিটিউটের জেলা শাখার আয়োজনে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
buy Pregabalin online australia মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা নার্সিং এ্যাসোসিয়েশান জেলা শাখার সভাপতি ফারিহা তানজুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক ইমরুল হাসান সাগর, সদস্য ফারুক হোসেন, শাকিল জ্যোতি, আশাসহ প্রমুখ। এসময় বক্তরা বলেন, কম্পিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত পরীক্ষা নিতে হবে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেওয়া যাবে না। নার্সিংকদের অন্যান্য দেশের তম প্রথম শ্রেনীতে মর্যাদা দিতে হবে। স্পেশাল বিসিএস চালু করাসহ ১০ দফা দাবি তুলে ধরেন বক্তারা।
buy gabapentin otc Yerköy জনতার আলো/ রোববার, ০৭ জানুয়ারি ২০২১/শোভন
Your email address will not be published. Required fields are marked *