জনতার আলো, এম এ সাজেদুল ইসলাম (সাগর), জেলা ব্যুরো চীফ, দিনাজপুর: রোববার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দেওগাঁ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, নবীন বরণ ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবধর্না অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সা:সম্পাদক মোছাঃ পারুল বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলজার হোসেন, সদস্য শফিকুল ইসলাম, সেকেন্দার আলী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
জনতার আলো/রোববার, ২০ জানুয়ারি ২০১৯/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.