জনতার আলো, এম এ সাজেদুল ইসলাম (সাগর), জেলা ব্যুরো চীফ, দিনাজপুর: ১৩ই নভেম্বর দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ও উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে আনসার ভিডিপি সমাবেশ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে দুপুরে উপজেলা মিলনায়তনে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা এডজুটেন্ট আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামান, ফুলবাড়ি উপজেলা আনসার ভিডিপি কমান্ডার আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন, নবাবগঞ্জ উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. শাহানাজ বেগম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক পলাশ মিয়া, মোছা. খাদিজা খাতুন।
সমাবেশ শেষে উপজেলা পর্যায়ে বিশেষ কাজের সীকৃতি সরুপ ৬৪ জনের মধ্যে ২ জনকে বাইসাইকেল ছাতা ১০টি, টচ লাইট ২৫টি, প্লেট ২০টি, ফ্লাক্স ৫টি, দাবা সেট ২টি তুলে দেন প্রধান অতিথি জেলা আনসার ভিডিপি এডজুটেড।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আনসার ভিডিপির আইন শৃঙ্খলা দেশে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভুমিকা পালন করছে। আনসার ভিডিপি পুরুষ ও নারী সদস্যরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ট নির্বাচন অনুষ্টানের লক্ষ্যে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি সদস্যদরে আহবান জানান।
জনতার আলো/বুধবার, ১৪ নভেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.