জনতার আলো, নিজস্ব প্রতিবেদক:পল্লী সমবায় ব্যাংক এর অধীনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের মাঠসহকারি আবু তারেক এর বিরুদ্ধে গোলাপগঞ্জ ইউনিয়নের ৯টি সমিতির সদস্যদের স য় ও ঋন বাবদ টাকা আত্মসাত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পল্লী সমবায় ব্যাংক প্রধান কার্য্যালয়ের তারিখ ২৭ শে নভেম্বর ২০১৮খ্রিঃ স্মারক নং: পসব্য/প্রকা/প্রশা-২২(অংশ-১)/২০১৮-১৯/৩৬১৫ পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ( অতিরিক্ত সচিব) আকবর হোসেন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে মোঃ আবু তারেক মাঠ সহকারি পল্লী স য় ব্যাংক নবাবগঞ্জ শাখা দিনাজপুর, আওতাধীন গোলাপগঞ্জ ইউনিয়নের ৯টি সমিতির সদস্যদের স য় ও ঋন বাবদ ৪১৬১৭৩(চার লাখ ষোল হাজার একশত তিহাত্তর) টাকা অফিসে জমা না দিয়ে আত্মসাতের দায়ে পল্লী সমবায় ব্যাংক চাকুরী প্রবিধানমালা ২০১৬এর ৪৪(১)ধারা অনুসারে চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে।
জনতার আলো/রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.