জনতার আলো, এম.এ সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: গতকাল বুধবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে চকদলু নারায়নপুরে খালাতো ভাইয়ের হাতে নির্মমভাবে হত্যার শিকার খালাতো ভাই মিনহাজুল ইসলাম(১০)।
এ ঘটনায় থানা পুলিশ উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের চকদলু নারায়নপুর গ্রামে রাস্তার পাশে থাকা ভুট্টার ক্ষেত থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান- নিহত মিনহাজুল ইসলাম পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের পুত্র প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া ছাত্র।
নিহতের স্বজনেরা জানায়- একই গ্রামের তার খালাতো ভাই রশুদ আলীর পুত্র আজিজুর রহমান(২৫) তার শ্বশুর বাড়ীতে বেড়ানোর কথা বলে বাই সাইকেলযোগে নবাবগঞ্জ চকদলুতে এনে মিনহাজুলকে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আজিজুর রহমানকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জনতার আলো/বুধবার, ৩০ মে ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.