জনতার আলো, এম এ সাজেদুল ইসলাম (সাগর), জেলা ব্যুরো চীফ, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন করতে লাশের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
দিনাপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে স্বামী মোঃ জনি মিয়ার (২৫) বিরুদ্ধে স্ত্রী দুলি বানু (১৮) কে হত্যা করেছে না সে আতহত্যা করেছে। এ ঘটনায় থানা পুলিশ মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন করতে ইউডি মামলা গ্রহন করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর এর মর্গে প্রেরন করেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
দুলি বানুর চাচা মো. শাহজালাল জানান, গত ছয়মাস আগে ৪ নং শালখুরিয়া ইউনিয়নের পঁচা করঞ্জি গ্রামের রিক্সা চালক দুলাল মিয়ার মেয়ে দুলি বানুর দাউদপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে জনি মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের সময় জনির দাবী অনুযায়ী ৮০ হাজার টাকা যৌতুকও দেওয়া হয়। কিন্তু বিয়ের পর আরো যৌতুকের দাবীতে জনি মিয়া প্রায় দুলি বানুকে শারিরীক ও মানুষিক ভাবে নির্যাতন করতে শুরু করে।
গত শনিবার রাতে দুলি বানুর পরিবারের কাছে খবর আসে যে, সন্ধ্যা থেকে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাড়তি যৌতুকের টাকার জন্য ঝগড়া শুরু হয়। আর পর দিন সকালে খবর পায় দুলি বানুর বাবা মা নাকি দুলি বানু গলায় ফাস দিয়ে আতœহত্যা করেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে জনির বাড়ি হরিরামপুর গ্রামে গেলে প্রতিবেশিরা শাহজালালকে জানায় যে, ঝগড়ার জের ধরে রাতে জনি মিয়া কয়েক দফা অমানুষিক নির্যাতন করে দুলিকে। সম্ভবত রাত আনুমানিক ৩ টার দিকে দুলিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে সকালে জনি মিয়া এলাকাবাসীকে বলতে থাকে যে দুলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রেজওয়ানুল হক জানান, মৃত্যুর প্রকৃত ঘটনা অবগত হতে ইউডি মামলার মাধ্যমে লাশ মর্গে প্রেরন করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সামসুল আলম জানান, পোস্ট মর্টেম রিপোর্ট আসলেই জানা যাবে তাকে হত্যা করা হয়েছে না নিজেই আতহত্যা করেছে।
জনতার আলো/সোমবার, ০৩ সেপ্টেম্বর ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.