জনতার আলো, এম এ সাজেদুল ইসলাম (সাগর), জেলা ব্যুরো চীফ, দিনাজপুর: শনিবার বিকালে নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর আয়োজনে দিনাজপুরের নবাবগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে ক্লাব ও লাইব্রেরীর সভাপতি মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। খেলায় স্বাগতিক নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরী দল সৈয়দপুর ফুটবল একাডেমীকে ট্রাইবিকারে ৪-২ গোলে পরাজিত করে।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, ক্লাব ও লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক মোঃ ফাহিম আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আলো/শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.