জনতার আলো, এম এ সাজেদুল ইসলাম (সাগর), জেলা ব্যুরো চীফ, দিনাজপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিপুল ভোটে নৌকা প্রার্থী শিবলী সাদিক বিজয়ী হওয়ায় বে-সরকারী প্রতিষ্ঠান পল্লী শ্রী আমাদের প্রকল্প বিরামপুর ইউনিট এর পক্ষ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের ডাংগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুভেচ্ছা ও অভিনন্দন সংর্বধনা প্রদান করেন, মোঃ শামসুল হক ইউনিট ম্যানেজার পল্লীশ্রী আমাদের প্রকল্প বিরামপুর অফিস।
এ সময় নবাবগঞ্জ ইউনিয়ন উন্নয়ন ফেডারেশন পক্ষে গোলাপী মুরমু কুশদহ ইউনিয়ন উন্নয়ন ফেডারেশন সভাপ্রধান সহ পল্লী শ্রীর মোঃ খাইরুল ইসলাম, মোহন মুরমু , মোছাঃ খালেদা বেগম, মোছাঃ শান্তনা বেগম লাভলী ,ফেডারেশনের পক্ষে ছিলেন আরতী সরেন , শক্তি রানী, বাসন্তীহাসদা প্রমূখ।
জনতার আলো/মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.