জনতার আলো, আপন, নাটোর প্রতিনিধি : নাটোরের সাতটি উপজেলায় তিনতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ইউনিট নির্মাণে গড় ব্যয় হবে প্রায় দুই কোটি টাকা। এছাড়া প্রতিটি ভবনে কম্পিউটার, টেলিভিশন এবং আসবাবপত্র সরবরাহ করা হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশের সব উপজেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়নাধীন পাঁচতলা ফাউন্ডেশনের এসব কমপ্লেক্সের প্রথম ও দ্বিতীয় তলায় বিপণি বিতান এবং তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থাকবে।
এই প্রকল্পের অংশ হিসেবে জেলার সাতটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মধ্যে দুই কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। পৌনে দুই কোটি টাকা ব্যয়ে সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এখন রঙের কাজ চলছে।
এক কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রথম তলার ছাদ ঢালাই ও প্রায় দুই কোটি টাকা ব্যয়ে গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাইলিং কাজ শেষ হয়েছে। শহরের আলাইপুর এলাকায় নাটোর সদরের নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়েছে।
নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা সদরে ১৪ শতাংশ এবং বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় আট শতাংশ জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হলে দ্রুত সময়ের মধ্যেই কমপ্লেক্সে নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে।নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুবাস কুমার সরকার জানান, আগামী অর্থবছরের মধ্যে জেলার সব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এলজিইডির সহকারী প্রকৌশলী তাহেরা খাতুন জানান, নির্মাণকাজ শেষ হলে সব কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে গড়ে দুই লাখ টাকা মূল্যমানের চেয়ার, টেবিল, আলমিরা, ফাইল ক্যাবিনেট, সাইড র্যাক ইত্যাদি আসবাব সরবরাহ করা হবে।
জনতার আলো/শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.