জনতার আলো, নাটোর জেলা প্রতিনিধি: নাটোর শহরের মধ্যে দিয়ে যাওয়া সড়ক সম্প্রসারন কাজ শুরু হওয়ার পর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হলেও সড়কের ওপর অবৈধভাবে স্থাপন করা স্টিলের বিলবোর্ডেও খুঁটি অপসারন করা হয়নি। যা বর্তমানে এক দিকে ঝুকেঁ পড়েছে। যে কোন মুহুর্তে তা উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
স্থানীয় সড়ক বিভাগ সম্প্রতি টাওয়ার এলাকায় সড়ক কেটে ড্রেন নির্মানের সময় আসে-পাশের মাটি ধসে পড়ায় খুঁটিটি হেলে গেছে। অবৈধ স্থাপনা সরানোর সময় সড়ক বিভাগ টাওযারের উপরের কিছু অংশ খুলে নিয়ে যায়। যানবাহন সহ পথচারিদের জীবনহানির আশংকা নিয়ে ওই পথে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ,গত ডিসেম্বরে সড়ক সম্প্রসারন কাজ শুরু হওয়ার পর সড়ক বিভাগ দু’দফা অবৈধ উচ্ছেদ অভিযান চালায়। কিন্তু অদৃশ্য শক্তির কারনে সড়কের ওপর অবৈধভাবে স্থাপন করা এই খুঁটি অপসারনের উদ্যোগ নেয়নি। তারা ঐ খুঁটি সহ অন্যান্য অবৈধ স্থাপনা অপসারনসহ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০১১ সালে প্রধানমন্ত্রী নাটোর সফরে এলে শহরের মধ্যে দিয়ে যাওয়া সড়কটি চারলেনে উন্নীত করার ঘোষনা দেন। কিন্তু পরবর্তীতে প্রশস্তকরন সড়ক হিসেবে এর নির্মান প্রকল্প একনেকে অনুমোদিত হয়। শহরের হরিশপুর শংকর গোবিন্দ চৌধুরী বাইপাস মোড় থেকে শহরের মধ্যে দিয়ে বনবেলঘরিয়া বাইপাস মোড় পর্যন্ত ৫ দশমিক ৮৬ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৭ কোটি ১৫ লাখ টাকা। গত বছরের ডিসেম্বরের শেষভাগে সড়ক সম্প্রসারন কাজ শুরু করার পর দু’দফা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হঠাৎ থেমে যায়। ফলে সড়ক সম্প্রসারন কাজও চলছে ধীরগতিতে। তবে স্থানীয় সড়ক বিভাগ জানায় যথানিয়মে কাজ চলছে । আগামী ২০১৯ সালের জুন মাস পর্যন্ত এই কাজের সময় বেধে দেওয়া রয়েছে।
নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জনান, ঐ খুঁটিটি ঝুঁকিমুক্ত। তবে অচিরেই তা অপসারন করা হবে। অনেকে নিজেরাই অবৈধ স্থাপনা সরিয়ে ফেলছে। এখনও যারা সরিয়ে ফেলেননি তাদের নোটিশ দেওয়া হয়েছে। এসব স্থাপনা অচিরেই অপসারন করা হবে। ড্রেন নির্মান সহ বেশ কিছু কাজ দ্রুততার সাথে করা হচ্ছে বলে তিনি জানান।
জনতার আলো/শুক্রবার, ২৫ মে ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.