জনতার আলো, জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের পৃথক দুই ধারায় দুই জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার রাককানাই গ্রামের ইউনুস আলীর ছেলে রাসেল ওরফে তামিম (২৩) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে আব্দুস সাত্তারের ছেলে মোফাজ্জেল হোসেন (৩১)।
নাটোর জজ কোটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, রাসেল ও মোফাজ্জেল জেএমবির সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময় নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় নিষিদ্ধ কর্মকান্ড পরিচালনার জন্য গোপনে টাকা সংগ্রহ করতেন এবং নাশকতার পরিকল্পনা করতেন। খবর পেয়ে ২০১৫ সালের ১৪ জুলাই সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর সদস্যরা। সে সময় তাদের কাছে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, মোবাইল ফোন, বই ও আদায়কৃত চাঁদার নগদ পাঁচ হাজার ৫২ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় সন্ত্রাস বিরোধী ও অস্ত্র আইনে মামলা করেন র্যাব-৫ বাগমারা ক্যাম্পের ডিএডি মোঃ মহিদুল ইসলাম। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে এ রায় দেন বিচারক।
জনতার আলো/মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.