জনতার আলো, নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মাছ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন হোটেলে ও একটি চা স্টলে ঢুকে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ সংলগ্ন নুরে-আলম ফিলিং স্টেশনের পাশে এই দূর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম (৪৮) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের আমীর উদ্দিনের স্ত্রী এবং আল-আমিন হোটেলের শ্রমিক ও শাহ মাহমুদ (৫৫) শ্রীরামপুর গ্রামের মৃত দেশের আলীর ছেলে এবং চা দোকানদার। হোটেলের অপর কর্মচারী নাটোর শহরের তেবাড়ীয়ার শাহীন আলীকে (৪০) আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি জি এম সামস্ নূর জানান, ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ থেকে মাছ নিয়ে একটি ট্রাক (যশোর-ড-১১-০৩১৯) পাবনা যাচ্ছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নুরে-আলম ফিলিং স্টেশনের পাশের একটি চা-স্টল ও একটি হোটেলে ঢুকে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় চা বিক্রেতা শাহ মাহমুদ ও হোটেল শ্রমিক হাসিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। হোটেলের অপর কর্মী শাহীন আলম গুরুতর আহত হন।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত শাহীন আলমকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। ভোর রাতে চালক ঘুমিয়ে পড়ায় এ দূঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।
জনতার আলো/বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.