জনতার আলো, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রেমের বিচ্ছেদ সইতে না পেরে মহাসড়কে চলন্ত ট্রাকের সামনে দাঁড়িয়ে জীবন দিলো রিয়াদ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র।
বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার বাগডোব গ্রামের আব্দুল খালেকের ছেলে ও বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। সে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে জেএসসি উত্তীর্ণ হয়েছিল।
নিহতের বন্ধু ও স্বজনেরা জানান, ৮ম শ্রেণীতে পড়ার সময় সে সহপাঠী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। নবম শ্রেণীতে উঠার পর মেয়েটি তার বাবার চাকুরীর বদলী সূত্রে নওগাঁয় চলে যায়।
দূরত্ব্রে কারণে দেখা সাক্ষাৎ না হওয়াসহ যোগাযোগ কমে যাওয়ায় সম্প্রতি তাদের সম্পর্কে বিচ্ছেদ দেখা দেয়। এ ঘটনায় গত তিনদিন আগে রিয়াদ ঘুমের বড়ি খেয়ে আতœহত্যার চেষ্টা করলে তাকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসা শেষে বুধবার রাতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সে কয়েকজন বন্ধুর সঙ্গে রেজুর মোড়ে ঘুরতে যায়। হঠাৎ সে মহাসড়কে একটি চলন্ত ট্রাকের সামনে দাঁড়িয়ে যায়।
এ সময় বন্ধুদের ডাক-চিৎকারেও সে ফিরে না আসায় ট্রাকটির ধাক্কা খেয়ে সে রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের সহপাঠীসহ স্বজনদের মাঝে চরম শোক নেমে এসেছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নুর দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জনতার আলো/বৃহস্পতিবার, ১০ মে ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.