জনতার আলো, জেলা প্রতিনিধি, নাটোর : নাটোরের লালপুর উপজেলার লালপুর, আড়বাব ও বিলমাড়ীয়া ইউনিয়ের বিভিন্ন গ্রামে ফসলি জমিতে নতুন করে নির্মাণাধীন ইট ভাটা বন্ধ ও অনুমতি প্রদান না করার দাবিতে সংশ্লিষ্ট এলাকার শতাধিক কৃষক স্বাক্ষর করে বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
পরিবেশ মন্ত্রী, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সংসদ সদস্য, নাটোর জেলা প্রশাসক, লালপুর উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার, ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিকট লিখিত এ অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা।
অভিযোগকারী ও স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বিশম্ভরপুর, মমিনপুর, মোহরকয়া, রহিমপুর, অমৃতপাড়া, ঢুষপাড়া, পালপাড়া সহ আশে-পাশের গ্রামের শতকরা ৯০ ভাগ মানুষ কৃষি নির্ভর। প্রতিটি পরিবারের আয়ের উৎস ধান, গম, আম, পাট ও শাক-সবজি চাষ।
ইতিমধ্যে এ এলাকায় প্রায় ২৫ টির মত ইট ভাটা স্থাপন করা হয়েছে। যার অধিকাংশই পরিবেশ বান্ধব নয়। যার ফলে বিষাক্ত ধোয়া পরিবেশের ওপর বিরুপ প্রভাব ফেলছে। মাটির অত্যধিক চাহিদা থাকায় ফসলি জমি কেটে পুকুর করা হচ্ছে।
ফলে বর্তমানে ফসলি জমি ব্যাপক হাওে কমে যাচ্ছে। পুকুর কেটে মাটি আনার সময় রাস্তা নষ্ট করা হচ্ছে। অতিরিক্ত ভাটা থাকায় ফসলের আবাদ ভালো হচ্ছে না। অপরিকল্পিতভাবে ভাটা তৈরি ও কালো ধোয়ার প্রভাবে আমে পচন রোগ দেখা দিয়েছে।
অনেকে ক্ষোভে বলেন, ভাটার কারণে ফসল হারিয়েছে এখন যদি আমও হারায় কৃষকরা তবে কি ইট খেয়ে থাকবে?
আখচাষী সোলায়মান হোসেন জানান, এ এলাকা এখন ইট ভাটার নগরী। যত্রতত্র ভাটা তৈরির কারনে এ এলাকার ফসলি জমি, আমসহ পরিবেশগত নানা সমস্যার সম্মূখীন হতে হচ্ছে।
আমরা এ এলাকার আমচাষী ও কৃষকরা বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের নিকট ফসলী জমিতে নতুন করে নির্মাণাধীন ইট ভাটা বন্ধ ও নতুন ইটভাটা তৈরীর অনুমতি প্রদান না করার জন্য আবেদন করেছি। প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, আমি ছুটিতে আছি। অভিযোগের কপি পেলে অবশ্যই পরিবেশ অধিদপ্তরের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জনতার আলো/মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.