জনতার আলো, নাটোর, জেলা প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরের বিল চলন শহীদ শামসুজ্জোহা সরকারি অনার্স কলেজে চলতি এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে ৩ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে এ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে এই বহিঃষ্কারাদেশ দেন পরীক্ষা কমিটি। বহিষ্কৃত শিক্ষকরা হলেন- শামসুজ্জোহা কলেজের প্রভাষক লুৎফুল হক ও রিতা রানী এবং একই কলেজের ডেমোনেস্ট্রেটর (প্রদর্শক) আখের আলী।
কেন্দ্র সচিব অধ্যক্ষ রেজাউল করিম ও পরীক্ষার্থী কাউছার আলী, দুলাল হোসেন সহ অন্যান্য পরীক্ষার্থীরা জানান, গতকালের এইচএসসি বাংলা ১ম পত্রের পরীক্ষায় শহীদ শামসুজ্জোহা কলেজের ৩০১ নম্বর কক্ষে ৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২০১৬ সালের পুরাতন সিলেবাসের ১৫ জন এবং চলতি বছরের নিয়মিত ৩৬ জন পরীক্ষার্থী ছিল।
দায়িত্বরত শিক্ষকরা প্রশ্নপত্র প্রদানের সময় পুরাতন সিলেবাসের ১৫টি প্রশ্নপত্র ভুল করে নতুন সিলেবাসের পরীক্ষার্থীদের দিয়ে দেয়। পরে পরীক্ষার্থীরা বিষয়টি বুঝতে না পেরে ঐ প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে।
পরে বিষয়টি বুঝতে পেরে আজ মঙ্গলবার সকালে ছাত্ররা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে কেন্দ্র সচিব অধ্যক্ষ রেজাউল করিমকে বিষয়টি জানায়। কেন্দ্র সচিব বিষয়টি যাচাই-বাছাই করে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পান। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে ঐ তিন শিক্ষককে এ বছরের পরীক্ষার কার্যক্রম থেকে বহিষ্কার করেন।
এ ব্যপারে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন জানান, অভিযুক্ত ঐ তিন শিক্ষককে সাতদিনের মধ্যে এ ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে। পরবর্তীতে ঐ শিক্ষকদের পক্ষ থেকে উত্তর পেলে সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
জনতার আলো/মঙ্গলবার, ০৩ এপ্রিল ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.