জনতার আলো, জেলা প্রতিনিধি, নাটোর : নাটোরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২১ এপ্রিল) সকালে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নেশার টাকা না পেয়ে মা জহুরা বেগমের ওপর চড়াও হয় মাদকাসক্ত ছেলে জমির আলী। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে জখম করে সে।
চিৎকার শুনে প্রতিবেশীরা জহুরা বেগমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক ছেলেকে আটক করে।
নাটোরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদর মশিউর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনতার আলো/শনিবার, ২১ এপ্রিল ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.