জনতার আলো, নাটোর, জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জাননো হয়। শহীদদের আত্মার শান্তি কামনায় শহীদ সাগর স্মৃতিস্তম্ভ চত্ত্বরে আলোচনা সভা, কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ মে) নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থপনা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ লে: আনোয়ারুল আজিমের ছেলে ডা. আনোয়ারুল ইকবাল, শহীদ ডা.শাহাদত হোসেনের ছেলে উপাধ্যক্ষ বাবুল আক্তার প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনী নর্থ বেঙ্গল সুগার মিলে লেফট্যানেন্ট আনোয়ারুল আজিমসহ অর্ধশত কর্মকর্তা-কর্মচারীকে তৎকালীন গোপাল পুকুর পাড়ে নিয়ে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার পর শহীদদের শ্রদ্ধা জানাতে ঐ পুকুরের নামকরন করা হয় ‘শহীদ সাগর’ ও শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মান করা হয় শহীদ স্মৃতি জাদুঘর।
লেফট্যান্যান্ট আনোয়ারুল আজিমের নামে গোপালপুর রেল স্টেশনটির নামকরণ করা হয় আজিমনগর। স্বাধীনতার পর থেকে প্রতি বছর এই দিনটিতে নর্থ বেঙ্গল সুগার মিলের শহীদ সাগর চত্ত্বরে গণহত্যা দিবস পালিত হয়ে আসছে। এছাড়াও এই দিনে শহীদ পরিবারের সদস্যসহ সমাজের সর্বস্তরের মানুষ শহীদ সাগর চত্ত্বরে সমাবেত হয়ে শহীদের স্মৃতিচারণ এবং শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মহফিল করেন।
জনতার আলো/শনিবার, ০৫ মে ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.