জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি নাজমুল হুদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি শহরের খাস নওগাঁ মহল্লার নুরুল হুদার ছেলে।
জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চৈত্র সংক্রান্তির খবর সংগ্রহকালে শহরের রেজিষ্ট্রি অফিসের মোড়ে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, বাবা ও মা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবে নিয়ে আসা হবে। শনিবার সকাল ১০টায় শহরের খাস নওগাঁ ঈদগাঁহ মাঠে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, নওগাঁর সাংবাদিকরা তার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি উদাসীনতার অভিযোগ এনেছেন। তাকে হাসপাতালে ভর্তির পর পরই প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন জরুরী ভিত্তিতে তত্বাবধায়ক ডাঃ রওশন আরা’কে মোবাইল ফোনে একজন কার্ডিওলজিষ্টকে হাসাপাতলে প্রেরনের জন্য অনুরোধ করেন। কিন্তু দুই ঘন্টা অতিবাহিত হলেও কোন বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠানো হয়নি। অন্যত্র স্তানান্তরের কোন পরামর্শ না দিয়ে দুই ঘন্টারও বেশী সময় ধরে একজন সাধারন মেডিক্যাল অফিসার চিকিৎসা প্রদান করেন। দ্রুত স্থানান্তর না করে এখানে চিকিৎসার নামে সময় ক্ষেপন করা হয়েছে বলে প্রেসক্লাব ক্ষোভ প্রকাশ করেছে।
নওগাঁ প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ সাংবাদিক নাজমুল হুদার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন।
জনতার আলো/শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.