জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউপির কাড়ালী পাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সোনারের পরিবারের লোকজন এখন মানবেতর জীবনযাপন করছেন।
তিনি উপজেলার কাড়ালী পাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সোনারের পুত্র আব্দুস সামাদ। তার বাবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহীনির বিরুদ্ধে লড়াই করেছেন এবং এলকার যুবকদের সংগঠিত করে প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানোসহ উৎসাহ প্রদান করেছিলেন।
এমনকি এলাকার যুবকদেরকে যুদ্ধের প্রতি উৎসাহিত করে তাদের মনোবল অটুট রাখার জন্য সবসময় প্রেরণা দান করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সোনারের অনেক অবদান রয়েছে এলাকায়। সেগুলো এখনো স্মৃতি হিসেবে রক্ষিত আছে।
এদের মধ্যে ভাবিচা ইউপি পরিষদ, উপ-স্বাস্থ্য কমপ্লেক্স, ঈদগাহ, মসজিদ সহ নানা প্রতিষ্ঠান রয়েছে। এমনকি তার নামে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে কাড়ালী পাড়া রাস্তা নামকরন করা হয়েছে।
সেই পরিবার এখন বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালীদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মানবেতর জীবনযাপন করছে । স্থানীয় সুত্র জানা ওই এলাকার আজাহার আলী, মাসুদ রানা, আলতাব হোসেন, মোসলেম হাজারী ও আয়ুব আলীসহ আরোও অনেকে এই মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জবর-দখল করে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
এদের খপ্পরে পড়ে মুক্তিযোদ্ধার সন্তান সবকিছু হারিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এর প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে গিয়েও তিনি কোন বিচার পাচ্ছেন না। “এবিষয়ে আজাহার আলী ও মাসুদ রানা সাথে কথা হলে তারা জানান, বিবদমান সম্পত্তি নিয়ে তাদের সাথে বিরোধ রয়েছে। এনিয়ে মামলাও রয়েছে।” বীর মুক্তিযোদ্ধার পরিবারটি আজ অসহায়।
তাঁর একমাত্র আশ্রয়স্থল একখানা ভাঙ্গা বাড়ি। অর্থের অভাবে তাও মেরামত করতে পারছেন না। তিনি তার অর্ধনির্মিত বাড়ীটির সংস্কারের জন্য সরকার এবং এলাকার বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন।
জনতার আলো/মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.