জনতার আলো, এম. আরিফুর সাদনান, বিশেষ প্রতিনিধি : নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাসি ইফতার বিক্রির দায়ে রাজধানীর মিরপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় খাদ্যপণ্য বিক্রির অভিযোগে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো- আল বারাকী, রাব্বানী হোটেল, ঘরের ছোয়া, সুপার শপ ক্যারি ফ্যামিলি এবং প্রিন্স কনফেকশনারি।
শুক্রবার রাজধানীর মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় রমজানের বিশেষ অভিযানে প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা।
আব্দুল জব্বার মণ্ডল বলেন, রমজান উপলক্ষে মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি ইফতার বিক্রয় দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়া পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকা ও অবৈধ পন্থায় বিদেশ থেকে পণ্য এনে বিক্রির অভিযোগে ক্যারি ফ্যামিলি এবং মেয়াদ উত্তীর্ণ রুটি বিক্রির দায়ে প্রিন্স কনফেকশনারিকে জরিমানা করা হয়। একই সঙ্গে ক্রেতাদের সঙ্গে প্রতারণা বন্ধে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
জনতার আলো/শুক্রবার, ২৫ মে ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.