জনতার আলো, মোঃ হারুন অর রশিদ, জেলা ব্যুরো চীফ,পঞ্চগড়: পঞ্চগড়ে যত্রতত্র গড়ে উঠেছে ধান ভাঙ্গানো হাস্কিং মিল। মানছে না কোন সরকারি শিল্প কারখানার নিয়মনীতি মিল মালিকেরা। দুর্ঘটনার শিকার হচ্ছে গ্রামের সহজ সরল গরীব শ্রমিক।
শনিবার (২৩শে জুন ) সকাল ১০.০০ ঘটিকার সময় প গড়ে আবু হাস্কিং মিলের দূর্ঘটনায় শ্রমিকের লিঙ্গ কাটা পড়ে মাটিতে, এরপর মোঃ নুর আলম (২৫) এর চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে যুবক শ্রমিককে তাৎক্ষনিক ভাবে প গড় সদর হাসপাতালে নিয়ে আসে।
তারপর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে। ঘটনাটি পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জয়গুন মার্কেট এলাকায় ঘটে।
দূর্ঘটনায় আহত নুর আলম একই এলাকার দামুপাড়া গ্রামের মৃত আজিজুল হক এর পুত্র। স্থানীয় আতিয়ার রহমান নজ এর আবু হাস্কিং মিল রাজিউর রহমান রাজু ভাড়া নিয়ে পরিচালনা করে আসছে।
রাজিউর রহমান রাজু জানান, সকালে মিলের দরজা খুলে বাইরে গেলে ধান ভাঙ্গানোর জন্য নুর আলম মিল চালু করে এক সময় মিলের মটরে লুঙ্গি পেঁচিয়ে এই দূর্ঘটনা ঘটে।
এ সময় এলাকাবাসী নুর আলমকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মনোয়ারুল ইসলাম জানান, হাস্কিং মিলের দুর্ঘটনার শিকার হয়ে রোগীর গোপনাঙ্গ ছিঁড়ে গেছে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জনতার আলো/শনিবার, ২৩ জুন ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.