জনতার আলো, মোঃ হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে প গড় সরকারী অডিটোরিয়ামে এসে শেষ হয়।
এরপর ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ এর শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব কবির বিন আনোয়ার, মহা-পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয়।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাইমুজ্জামান মুক্তা, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ, এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়, জনাব মোঃ আমানুল্লাহ বাচ্চু, চেয়ারম্যান, জেলা পরিষদ পঞ্চগড়, ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন পঞ্চগড়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কমান্ডার, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, দেবাশীষ দাস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জনাব মোঃ গোলাম আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঞ্চগড়, জনাব মোঃ সুমন জিহাদী, সহকারী কমিশনার (আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড় সহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, পঞ্চগড়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প গড় জেলা প্রশাসনের উদ্যোগে ২০১৩ সালে অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান নকল, জাবেদা, শহরা লে বেশিরভাগ নারী কর্মস্থানের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত স্বাক্ষরতা ও শিক্ষা, ভাষা, সমাজ ও সংস্কৃতি, আইন ও মানবাধিকার, দূর্যোগ ও ব্যবস্থা, স্বাস্থ্য ও চিকিৎসা, কৃষি ও অকৃষি, তথ্য অনুসন্ধান ও প্রচার দক্ষতা প্রতি নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ততা করেছে সরকার। প গড়ে ৭ম বারের মতো এই মেলায় ৪৩ টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা অংশগ্রহণ করেছে।
ই-মাল্টিমিডিয়া ক্লাস রুম সিস্টেম এর মাধ্যমে পাঠদান নিশ্চিত করায় ২০১৫ সালে প গড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয় সেরা প্রতিষ্ঠানের পুরষ্কার অর্জন করে।
জনতার আলো/সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.