জনতার আলো, মো: হারুন অর রশিদ, জেলা ব্যুরো চীফ, পঞ্চগড়: একাদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে ভোটারদের দরজায়। হিমালয় কন্যা পঞ্চগড়ও এর ব্যতিক্রম নয়। তবে এবার গতানুগতিক ধারা বাদ দিয়ে ভিন্নধর্মী ও সেবা মূলক কিছু ব্যতিক্রমি নির্বাচনী প্রচার প্রচারণা কর্মসূচি পঞ্চগড় বাসীকে উপহার দিয়েছে অপেক্ষাকৃত তরুণ মেধাবী জননন্দিত নেতা পঞ্চগড়ের কৃতি সন্তান প্রধান মন্ত্রীর কার্যালয়ের সাবেক জনপেক্ষিত কর্মকর্তা (এটুআই) ও পঞ্চগড়-১ আসনের নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী জনাব, নাঈমুজ্জামান মুক্তা।
পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত প গড়-১ সংসদীয় আসন।
অতীতের চেয়ে এবারে পঞ্চগড়-১ আসন এখন অনেক সম্ভাবনাময় ও ঐতিহ্যের ধারক বাহক এই আসনটি। আগামীতে এই আসনটিতে প্রধানমন্ত্রীর আস্থাভাজন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এখানে এই আসনটির মানুষ সরাসরি উন্নয়নের সাথে সম্পৃক্ত হবে বলে আশা করছেন এই জনপদের তরুণ, প্রবীণ ও নারী ভোটাররা। এখানে পরিসংখ্যান সূত্রে লক্ষ্য করা যায়, এই আসনটিতে ৪০বছরের নিচে নারী ও পুরুষ ভোটার প্রায় ৫৭%। তাই নাঈমুজ্জামান মুক্তা সাংবাদিকদের জানিয়েছেন, এই ভোটাররাই আগামী সংসদ নির্বাচনে ফলাফলের নিয়ামক হবে। নাঈমুজ্জামান মুক্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই নির্বাচনী প্রচারে এনেছেন সরকারের উন্নয়ন কর্মকান্ড, এবং নারী ও তরুণ ভোটারদের স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে সম্পৃক্ত করার নানা কৌশল।
এরই ধারাবাহিকতায় নাঈমুজ্জামান মুক্তার প গড়ে বিশেষ ব্যতিক্রমি কর্মসূচি “লক্ষমুজিব ঘরেঘরে” স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যপক সাড়া ফেলেছে। এখন নাঈমুজ্জামান মুক্তা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে নির্বাচনী প্রচারনার কর্মসূচিতে তার লেখা “হামার স্বপনের প গড় হামরাই গড়িমো” বইটি নারী ও তরুণ ভোটারদের হাতে হাতে পৌছে দিয়েছেন।
এটুআই প্রকল্পের সাথে মুক্তা যুক্ত থাকায় ২০০৯ সাল থেকে এ যাবৎ পঞ্চগড় ইউনিয়ন ডিজিটার সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাস রুম, জেলা তথ্য বাতায়ন প্রকল্পের কারণে তরুণ ভোটাররা আগামী দিনে নাঈমুজ্জামান মুক্তাকে এমপি হিসেবে দেখতে চায়।
তাছাড়া গত ২৫/১২/২০১৭ইং তারিখে স্বপনের প গড় কেমন হবে এর রূপরেখা শের-ই বাংলা পার্কে হাজারো নারী ও তরুণ ভোটারদের কাছে উপস্থাপন করায় একজন উদীয়মান তরুণ ও কর্মী বান্ধব বলিষ্ঠ নেতা হিসেবে মনে করছেন পঞ্চগড়-১ আসনের জনগণ।
এদিকে নির্বাচনের পূর্ব মুহুর্তে তিনি তার কর্মসূচিতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে তরুণ ও নারী ভোটারদের নিয়ে তৈরি করেছেন নৌকা সমর্থক গোষ্ঠি।
জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শেখ মিলন ও পৌর যুবলীগের সভাপতি হাসনাত হামিদুর রহমান সাংবাদিকদের জানায়, আমরা মুক্তা ভাইয়ের বিভিন্ন কর্মসূচিতে লক্ষ্য করেছি উদীয়মান তরুণ ও নারী ভোটারদের দৃষ্টি এবার নাঈমুজ্জামান মুক্তা ভাইয়ের দিকে।
জনতার আলো/শনিবার, ১৭ নভেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.