জনতার আলো, মো: হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: গতকাল পঞ্চগড় সদর উপজেলার স্টোডিয়াম রোড এলাকার মেসার্স সাথী আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জরিমানা করেছে বাংলাদেশ ষ্ট্যান্ডার্ডস এন্ড টেষ্টিং ইন্সটিটিউশন (বিএসটি আই) রংপুর রফিস।
গুনগত মান যাচাই ব্যতিত বিএসটি আই এর অনুমোদন না নিয়ে আইসক্রিম উৎপাদন, বিক্রয় ও বিপনন করার অপরাধে ৭০০০/-(সাত হাজার) টাকা জরিমানা করেছে মেসার্স সাথী আইসক্রিম ফ্যাক্টরিকে। গতকাল ১৮/০৭/২০১৮ইং তারিখ বুধবার প গড় জেলা প্রশাসন এর উদ্যোগে বিএসটিআই রংপুর ও পঞ্চগড় জেলা পুলিশের সহায়তায় পঞ্চগড় সদরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুবল চাকমা।
ভ্রাম্যমান আদালতের সহায়তাকারী বিএসটি আই রংপুর অফিসের কর্মকর্তা মো: মেজবাউল হাসান(ফিল্ড অফিসার সিএম) জানান আমরা রংপুর বিএসটি আই অফিসের পক্ষ হতে এই অভিযান অব্যাহত রাখব। তিনি আরো জানান প গড় সহ রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় বিএসটি আই অনুমোদনহীন ফ্যাক্টরীগুলোতে অভিযান পরিচালনা করা হবে।
জনতার আলো/বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.