জনতার আলো, মো: হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল তরমুজ। গরমের শুরুতেই বাজারে তরমুজ আসতে শুরু করায় ক্রেতাদের আগ্রহও বেশি।
মৌসুমের শুরুতেই নতুন এ ফলের দামও বেশ চড়া হওয়ায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে তরমুজ খুচুরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
আর পাইকাররা বলছেন পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম একটু বেশি রাখা হয়েছে। দাম কিছুটা চড়া হলেও অনেকে আগাম এ ফলের স্বাদ নিতে পারছেন না। তারপরেও বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা।
নগরীর প্রধান তরমুজের বাজারে বর্তমানে পঞ্চগড় কমদতলায় বাংলালিংক, কালো ও টাইগার (স্থানীয় নাম) তরমুজ আসে পটুয়াখালি, বরিশাল অ ল থেকে। ব্যবসায়ীরা জানান, পরিবহন খরচ বেশি হওয়ায় দামও খানিকটা চড়া।
প্রতি কেজি বাংলালিংক ও টাইগার তরমুজ (মাঝারি সাইজ) ৩০ থেকে ৪০ টাকা কালো তরমুজ একই সাইজের ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে গিয়ে এর দাম প্রতি কেজি ৫ থেকে ১০ টাকা হারে বৃদ্ধি পায়।
এছাড়া ছোট সাইজের তরমুজ প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। এ অ লের মধ্যে ঠাকুরগাও ও প গড়ে বেশি পরিমাণে সাদা তরমুজ আবাদ হয়ে থাকে।
আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ওই তরমুজ (সাদা) বাজারে আসলে দাম অনেকটাই কমে আসবে জানিয়েছেন তরমুজ দোকানদাররা।
ফলে বর্তমান বাজারের তুলনায় বিক্রির প্রভাব এখন অনেক কম তবে এলাকার সাদা তরমুজ বাজারে আশা শুরু করলে সকল শ্রেণীর মানুষ তরমুজ কিনতে সক্ষম হবে বলে জানান তরমুজ ব্যবসায়ীরা আর দামও অনেক কমবে।
জনতার আলো/শনিবার, ২১ এপ্রিল ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.