জনতার আলো, মো: হারুন অর রশিদ, জেলা ব্যুরো চীফ, পঞ্চগড়: পঞ্চগড়ে দীপক রায় নামে এক স্কুল ছাত্রের পাশে দাঁড়িয়েছে নিউ স্টার ক্লাব। পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের দীপক রায় এবার এসএসসি পরীক্ষার্থী ২০১৯। দীপক রায় একজন অত্যান্ত মেধাবী বিজ্ঞান বিভাগের ছাত্র। দীপক রায়ের বাবা শেরশেরু বর্মন একজন দিনমুজুর।
ঝলই নয়নিবুরুজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন জানায় দীপক রায় আমাদের স্কুলের একজন উজ্জ্বল নক্ষত্র। কিন্তু তার বাবা দিনমুজুর হওয়ায় পড়ালেখার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে। ঠিক সেই সময় বিলাস চন্দ্র রায় সহ আয়মা ঝলই নিউ স্টার ক্লাবের সদস্যরা আমাদের কাছে দীপক রায়ের ফরম ফিলাপ এর ব্যায় বহন করবে বলে জানায়। অতঃপর ক্লাবের অর্থায়নে আমরা দীপক রায়ের ফরম ফিলাপ করেছি।
এদিকে দীপক রায় জানায় আমার এলাকার আয়মাঝলই নিউ স্টার ক্লাব ফরম ফিলাপের টাকা বহন করে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ করে দিল। এছাড়া আয়মাঝলই ক্লাবের সভাপতি মোঃ মকলেছুর রহমান ও সাধারণ সম্পাদক বিলাস চন্দ্র রায় সহ অন্যান্য সদস্যরা জানিয়েছে আমরা ইতিপূর্বেও শীতবস্ত্র বিতরণ সহ এলাকায় বিভিন্ন সমাজসেবা মূলক সামাজিক কর্মকান্ড করে আসছি।
সরেজমিনে গিয়ে জানা যায়, দীপক রায় বিজ্ঞান বিভাগের ছাত্র এবং স্কুল এর টেস্ট পরীক্ষায় ১ম স্থান পেয়েছে।
জনতার আলো/বুধবার, ১৪ নভেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.