জনতার আলো, মো: হারুন অর রশিদ পঞ্চগড় জেলা প্রতিনধি: পঞ্চগড়ে যৌতুকের বোলি হলেন ৪ সন্তানের জননী সালেহা। অভিযোগ পাওয়া গেছে পঞ্চগড় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ছোবার ভিটা গ্রামের মৃত নিজামউদ্দীনের পুত্র মো: ফজল হকের সাথে পঞ্চগড় চাকলা ৫নং ইউনিয়নের বকশি পাড়া গ্রামের মো: সামসুল হকের কন্যা মোছা: সালেহার সাথে ফজল হকের আনুমানিক ১২ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই মো: ফজল হকের পরিবারের সাথে সালেহার পরিবারের লোকজনের সাথে তেমন কোন সুসম্পর্ক ছিল না।
তাদের মধ্যে প্রায় খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। সালেহা ৪ সন্তানের জননী ৩ মেয়ে ও ১ ছেলে। মো: ফজল হক ও সালেহার ঝগড়া বিবাদ হলে এ নিয়ে সুযোগ বুঝে অর্থলোভী ৪নং কালিয়াগঞ্জ ইউ,পি সদস্য, মো: মোজাফ্ফর হোসেন(৪০) পিতা- মৃত: কাজিমউদ্দীন। এই ইউ,পি সদস্য মোজাফ্ফর হোসেন অর্থলোভী ফজল হকের বাড়িতে বসে তাদের বিচার শালিশ করত।
শালিশ শেষে অর্থের বিনিময়ে ফজল হকের বাড়িতে বসে তাদের বিচার সম্পন্ন করতেন এবং মোছা: সালেহাকে প্রায় দোষী সাবস্ত্য করত। মো: ফজলকে সালেহার উপর নির্যাতন করার উৎসাহ যোগাতেন এবং যৌতুকের জন্য প্রায় সময় পাষন্ড স্বামী ফজল হককে পরামর্শ দিতেন।
সেই সুযোগে ফজল সালেহাকে যৌতুক ও নানা কারনে প্রায় সময় শারিরীক ও মানুষিক নির্যাতন করত। সেই সাথে মো: ফজলের পরিবারের মা, ভাই, বোন সহ সালেহাকে মারধর করত। ইউ,পি সদস্য মো: মোজাফ্ফর এই নারী শিশু নির্যাতনের ঘটনার শালিশ পরিষদে না করে, ফজলের বাড়িতে বসে অর্থের বিনিময় শালিষ মিমাংসা করে যেত বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি কখনো ভাবেন নাই যে, এই বিষয়টি এত বড় আকার ধারন করবে। এ বিষয়ে ছোবার ভিটা গ্রামের শত নারী পুরুষ গনমাধ্যম কর্মিদের ক্যামরায় অভিযোগ করে বলে যে, এই চার অপরাধীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কারণ তারা একটি নিরিহ মেয়েকে যখন তখন মারপিট ও শারিরীক নির্যাতন করত। প্রতিবেশীরা তা জানতে গেলে আমাদেরকে ফজলের পরিবার যাতা ভাষায় গালমন্দ করত বলে জানাগেছে।
আমরা প্রতিবেশীরা এই হত্যাকারীর বিচার চাই। এদিকে সালেহার বাবা ও পরিবারের লোকজনেরা জানান যে, আমরা থানায় মামলা করার কারণে বিভিন্ন প্রভাবশালী মহল থেকে আমাদের হুমকি প্রদান করছে। অন্যদিকে জানা যায় সালেহার বাবা ও পরিবারের লোকজনেরা ৪ জনকে আসামী করে বোদা থানায় একটি মামলা দায়ের করে।
যাহার মাললা নং- ২ (৩০২,ক,খ)। এদিকে ৪ জন আসামীর মধ্যে ইউপি সদস্য মো: মোজাফ্ফর হোসেনের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলে সালেহার পরিবারের লোকজনেরা গণমাধ্যম কর্মীদেরকে মৌখিক অভিযোগ জানান।
এবং সালেহার বাবা মেয়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তীর দাবীতে কান্যায় ভেঙ্গে পরেন এবং বলেন আমার দু:খিনি মেয়ে কে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের আমি বিচার চাই।
বোদা থানার অফিসার ইনচার্জ জানান এই মামলার ৪ জন আসামীর মধ্যে ৩নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
জনতার আলো/মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.