জনতার আলো, মো: হারুন অরশিদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: গত কাল ২২/০৭/২০১৮ইং তারিখে দিনের বেলায় চট্রগ্রাম হইতে পঞ্চগড় গামী হানিফ এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো ব- ১৫৩৮০৭) কোচটিতে র্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত ২১/০৭/২০১৮ইং তারিখে চট্রগ্রাম হইতে প গড়ের উদ্যেশ্যে হানিফ কোচটি যাত্রা শুরু করে। মো: বাবুল ড্রাইভার ও সুপার ভাইজার আহসান হাবিব গাড়িটি নিয়ে ঠাকুরগাঁও পর্যন্ত আসে। হানিফ কোর্চের নিয়ম অনুযায়ী ড্রাইভার বাবুল ঠাকুরগাঁও এ মো: মাহমুদ হোসাইন কে পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়।
হানিফ কোচটি পঞ্চগড় কাউন্টারে এসে দাড়ালে দু’টি যাত্রী আর্তনাদ ও চিৎকার শুরু করে। যাত্রী দু’টি হলো মো: রহমত আলী ও মো: ইসমাইল হোসেন।
সরেজমিনেপঞ্চগড় হানিফ কাউন্টারে গিয়ে জানা যায় মো: রহমত আলীর কাছ থেকে র্যাব পরিচয়ে ক্রস ফায়ারের হুমকি দিয়ে ১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এবং মারধর করেছে অপর যাত্রী মো: ফারুক হোসেনের পুত্র মো: ইসমাইলকে ইয়াবা ব্যবাসায়ী বলে হুমকি দেয় কথিত র্যাব অফিসার অতপর ভয়ে ইসমাইলের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৩০ হাজার টাকা এবং ১টি স্মার্ট ফোন।
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের মো: রহমত আলী ও মো: ইসমাইল জানান আমরা এই ঘটনার সময় ড্রাইভার ও সুপার ভাইজারের সাহায্য চেয়েছিলাম কিন্তু তারা আমাদের কোন সাহায্য না করে উল্টো সুপার ভাইজার আহসান হাবিব ও ড্রাইভার মাহমুদ হোসেন বাবু কথিত র্যাব অফিসারের সাথে সমঝতা করতে বলেছেন।
এদিকে কর্তব্যরত ড্রাইভার মাহমুদ হোসেন বাবু জানিয়েছেন পঞ্চগড় যাবে বলে একটি যাত্রী ঠাকুরগাঁও এ উঠেছেন। ঠাকুরগাঁও পার হয়ে মুন্সির হাট, চৌধুরী হাট, ভুল্লি ও বোদা মাঝামাঝি রাস্তায় ঘটনাটি ঘটেছে সেই সময় কোন যাত্রী ভয়ে কোন কথা বলেনি আর কথিত র্যাব অফিসারের কোমড়ে আইডি কার্ড ঝুলছিল এবং ওর্য়াল্যাস থেকে আওয়াজ বের হচ্ছে। তারপর কথিত র্যাব অফিসারকে স্ব-সম্মানে বোদা ব্রীজের পাশে নামিয়ে দেয়।
এদিকে ঘটনার খবর পেয়ে পঞ্চগড় সদর থানার এস আই মো: রঞ্জু ও মো: আব্দুল জব্বার পঞ্চগড় হানিফ কাউন্টার থেকে যাত্রী দু’জনকে উদ্ধার করে এবং ড্রাইভার মাহমুদ হোসেন বাবু ও সুপার ভাইজার আহসান হাবিব কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে থাকে।
এসময় ৩ জন পরিবহন শ্রমিক নেতা ড্রাইভার ও সুপার ভাইজার কে হেফাজতে নেয়। পরে পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনালে ১৬৬০ শ্রমিক ইউনিয়ন অফিসে সাধারণ সম্পাদক মো: শামিম হোসেন সিনিয়র সহ-সভাপতি মো: আক্তার হোসেন ড্রাইভার ও এস আই আব্দুল জব্বার সহ ২৬৪ শ্রমিক ইউনিয়ন নেতা মো: আমজাদ ড্রাইভার বিষয়টি নিয়ে আলোচনায় বসেন এবং মাহমুদ হোসেন ড্রাইভার ও সুপার ভাইজার আহসান হাবিবকে জরিমানা করে বিষয়টি মিমাংসা করে।
এদিকে হানিফ কাউন্টারে এসে অপর যাত্রীরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জনতার আলো/সোমবার, ২৩ জুলাই ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.