জনতার আলো, মো: হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৮ পালিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০.৩০ ঘটিকার সময় জেলা প্রশাসক কার্যালয় হতে পঞ্চগড় শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে এই র্যালি। র্যালি শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম এ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৮টি ক্যাটাগরিতে জনপ্রতিনিধিদের মাঝে পুরুস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: গোলাম আজম।
আলোচনা সভার পূর্বে মোছা: সাবিয়া কবির সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবারের জনসংখ্যা দিবসের স্লোগান পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প গড় সদর উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ জনাব আলহাজ্ব মো: আনোয়ার সাদাত সম্রাট, মেয়র প গড় পৌরসভা, পঞ্চগড় মেয়র জনাব মো: তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: তৌহিদ উল্লাহ লুপম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল।
এবারে প গড় জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান এর পুরুস্কার পেয়েছেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান জনাব মো: আনোয়ার সাদাত সম্রাট। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মো: মোজাফ্ফর হোসেন।
জনতার আলো/বুধবার, ১১ জুলাই ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.