জনতার আলো, মোঃ হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড় পৌরসভার অভ্যন্তরে ব্যাটারী চালিত অটো, ইজি বাইক ও পাগলু চলাচল নিয়ে বিপাকে পড়েছেন চালকেরা। তাদের নিজ নিজ গাড়ি নিয়ে বিক্ষোভ মিছিলসহকারে জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর সন্মিলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন তারা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০.৩০মিনিটে সমিতির নেতারা জেলা প্রশাসক কাছে এই স্বারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলিম খান ওয়ারেশী গণস্বাক্ষর সন্মিলিত স্বারকলিপিটি গ্রহণ করেন।
স্বারকলিপি সুত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভা ইতোমধ্যে পৌরসভার অভ্যন্তরে ব্যাটারী চালিত অটো, ইজি বাইক ও পাগলু ষ্টান্ড ইজরা প্রদানের জন্য দরপত্র আহবান করেছেন।
পঞ্চগড় পৌরসভার অম্ভন্তরে সড়কের ওপর দিয়ে মহাসড়ক হওয়ায় উক্ত ইজরা প্রদান বাতিলসহ মহাসড়কে ব্যাটারী চালিত অটো, ইজি বাইক ও পাগলু চলাচল নিষিদ্ধ করতে বাধ সাজেন পঞ্চগড় জেলা বাস, মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকেরা।
এনিয়ে উভয়পক্ষে অভিযোগ-পালটা অভিযোগ ও টান টান উত্তেজনা বিরাজ করছে। পঞ্চগড় জেলা আটোবাইক চালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন হোসেন ও রিক্স্রা, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ভ’মিজ উদ্দীন জানান, অনেক বেকার যুবক চাকুরি না পেয়ে বেকারত্বের অবিশাব থেকে মুক্তি পেতে সমিতি থেকে লোন নিয়ে ব্যাটারী চালিত অটো, ইজি বাইক ও পাগলু চালাচ্ছেন।
আমাদের পরিবারের বাচ্চাদের মুখের খাবারসহ বর্তমানে দশ হাজার পরিবারের সদস্যদের একমাত্র ভরণ-পোষনের হাতিয়ার এই ব্যাটারী চালিত অটো, ইজি বাইক ও পাগলু গাড়ি। এছাড়া দূর দুরান্ত থেকে আসা হাজার হাজার মানুষের কম খরচে শহরের অম্ভন্তরে ও শহরের বাইরে স্বল্প সময়ে চলাচলের মাধ্যম হিসেবে কাজ করছে আমাদের চালকরা।
আজকে যারা এই সমস্ত যানবাহন চলাচল বন্ধ করনের জন্য উঠেপরে লেগেছে তারা সমাজের বিত্তবান মানুষজন। তারা আমাদের মতো অসহায় মানুষদের কথা বিবেচনা করে না।
এই সমস্ত যানবাহন বন্ধ করলে একদিকে যেমন আমাদের ক্ষুদ্র জীবিকা বন্ধ হবে, অন্যদিকে আমাদের পরিবারসহ সন্তানবর্গ অনাহারে দিনকালাতিপাত করবে। মানবিক দৃষ্টিকোন থেকে পূর্বের নিয়মে জীবন ও জীবিকার নিরীক্ষে অবিলম্বে পঞ্চগড় পৌরসভার অম্ভন্তরে ব্যাটারী চালিত অটো, ইজি বাইক ও পাগলু চলাচলের দাবী জানান তারা।
জনতার আলো/বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.