জনতার আলো, কাজী মামুন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোতালেফ হাওলাদার (৪০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোতালেব ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মোল্লার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। এদিকে এ ঘটনায় শাকিল মৃধা নামের ওই হামলাকারীকে তাৎক্ষণিক ধরে গণধোলাই দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮ টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা নিজ বাড়ি থেকে মোতালেব হাওলাদার দোকানের উদ্দেশ্যে রওনা হয়। এসময় পথিমধ্যে পার্শ্ববর্তী নলবুনিয়া গ্রামের শাকিল মৃধা তার পথরোধ করে দাঁড়ায়। শাকিল একপর্যায় বিএনপি-রাজাকার এলাকায় থাকতে দিবো না বলে এলোপাথাড়ি ভাবে মোতালেবকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। পরে স্থানীয় লোকজন এসে মোতালেবকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।
এদিকে মোতালেবকে ছুরিকাঘাত করার ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওইদিন সকাল সাড়ে ১০ টায় শাকিলকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। এতে তার অবস্থাও আশঙ্কাজনক। তিল্লা গ্রামের সিপন হাওলাদার বলেন, শাকিল এলাকায় চিহ্নিত চোর ও মাদকসেবী-ব্যবসায়ী হিসেবে পরিচিত। শাকিলের বিরুদ্ধে দায়ের করা একটি মাদক মামলার স্বাক্ষী ছিল মোতালেব। এতে মোতালেবের ওপর ক্ষিপ্ত ছিল শাকিল। তাই সুযোগ পেয়ে মোতালেবকে ছুরি দিয়ে কুপিয়েছে। আমরা শাকিলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, শাকিল প্রথমে মোতালেবকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে মোতালেবের লোকজন শাকিলকে কুপিয়েছে। দুইজনকেই আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনতার আলো/শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.