জনতার আলো, মোঃ নাজমুল ইসলাম পিন্টু, জেলা ব্যুরো চীফ, মুন্সিগঞ্জ : পদ্মা সেতুর অগ্রগতির চলমান কাজ,সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জের মাওয়া গোলচত্ত্বরে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরই মধ্যে বহুল আলোচিত পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে।
দেশ আজ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। আমি আপনাদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আজ স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান। পর্যাক্রমে রেল বিভাগেও ব্যাক উন্নয়ন করা হবে। রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলবাসীর একটি ভাল নেটওর্য়াক তৈরি করা হবে।
পদ্মা সেতু নির্মাণ হয়ে গেলে দেশের প্রবৃদ্ধি আরো দুইভাগ বাড়াবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অন্যান্যদের আলোচনায় অংশ নেয় মধ্যে উপস্থিত ছিলেন সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের,রেলমন্ত্রী মুজিবুল হক, সেনাপ্রধান আব্দুল আজিজ প্রমুখ। এছাড়াও অারো উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ্যাড. মাহবুবে অালম, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়রুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
জনতার আলো/রবিবার, ১৪ অক্টোবর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.