জনতার আলো, মোঃ রিপন হাওলাদার { ক্রাইম চীফ }: বঙ্গভবনের সামনের সড়কে এক কিশোরীকে পুলিশ সদস্যদের মারধরের ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। এতে দেখা যায়, কিশোরীটিকে অকারণে পেটাচ্ছেন কয়েকজন পুলিশ সদস্য।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে যখন আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি, টহল আর চিরুনি অভিযান চলছে। চারদিকে উদ্বেগ, আতঙ্ক ঠিক এই সময় পুলিশের এই ভিডিও নিন্দার ঝড় তুলেছে।
৩০ সেকেন্ডের ভিডিওটি ইতোমধ্যে বহু মানুষ শেয়ার করেছেন। সবার নজর এখন ভিডিওকে ঘিরে। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
ভিডিওটিতে দেখা যায়, মেয়েটির হাতে একটি কালো ব্যাগ। সেটি খোলা। ভেতরে কিছু কাপড় আছে। পুলিশের একজন কর্মকর্তা মেয়েটিতে সজোরে চড় মারছে। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল।
মেয়েটিকে সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার পর এক পুলিশ সদস্য এগিয়ে যান একজনের দিকে। ওই সদস্য একজনকে জিজ্ঞেস করছিলেন, ‘এই মিয়া এই কী করছেন?’
জবাবে ওই ব্যক্তি বলছিলেন, ‘আপনারা মারতেছেন, আমি ভিডিও করছি।’
তখন পুলিশের ওই সদস্য ভিডিও ধারনকারীকে বলছিলেন, ‘পাগল নাকি?’
ভিডিওটি কে করেছেন বা কে প্রথম ফেসবুকে শেয়ার দিয়েছেন তা এখনও জানা যায়নি। এমনকি কেন মেয়েটিকে মারা হয়েছে সেটাও জানা যায়নি।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেছেন, পুলিশ যে আচরণ করছে সেটা কাম্য নয়। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এর আগেও নানা সময় পুলিশের বিরুদ্ধে অন্যায্য আচরণের অভিযোগ উঠেছে। বছর দেড়েক আগে চন্দ্রিমা উদ্যানে একটি শিশুকে ঘিরে কয়েকজন পুলিশের মারধরের ছবিও ভাইরাল হয়েছিল। সে নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল, গঠন হয়েছিল তদন্ত কমিটি। তবে শেষ পর্যন্ত কেউ সাজা পেয়েছে, এমন তথ্য নেই।
সূত্রঃ……… ঢাকাটাইমস
জনতার আলো/বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.